আগুনমুখা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ, নিখোঁজ ১
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক যাত্রী নিখোঁজ রয়েছেন, আহত হয়েছেন আরও ৪ জন।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় আগুনমুখা নদীর পানপট্টি লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সাড়ে ৫টায় উপজেলার কোড়ালিয়া থেকে পানপট্টির উদ্দেশ্যে চার যাত্রী নিয়ে ছেড়ে যায় যাত্রীবাহী একটি স্পিডবোট। পথিমধ্যে আগুনমুখা নদীর পানপট্টি ঘাটের কাছাকাছি পৌঁছালে যাত্রীবাহী ওই স্পিডবোটের সঙ্গে পায়রা বন্দরের একটি স্পিডবোটের সংঘর্ষ হয় । এতে যাত্রীবাহী স্পিডবোটটি চার যাত্রী ও চালকসহ উল্টে যায়। তাৎক্ষণিকভাবে অন্য একটি স্পিডবোট এসে চালকসহ চার যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। তবে একজন যাত্রী এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, একজন যাত্রী নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাটি গলাচিপার মধ্যে, তাই গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।