মরদেহ উদ্ধারের তিনদিন পর রসুনক্ষেতে মিলল মাথা

  • ডিসট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

রসুনক্ষেত থেকে শিশু হাসানের মরদেহ উদ্ধার করে ডিবি পুলিশ/ ছবি: বার্তা২৪.কম

রসুনক্ষেত থেকে শিশু হাসানের মরদেহ উদ্ধার করে ডিবি পুলিশ/ ছবি: বার্তা২৪.কম

মস্তকবিহীন মরদেহ উদ্ধারের তিনদিন পর নাটোর সদর উপজেলার একটি রসুন ক্ষেত থেকে শিশু হাসানের (১০) মাথা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার পাইকোরদোল গ্রাম থেকে মাথাটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সৈকত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে রসুনের ক্ষেতে কাজের সময় পলিথিন ব্যাগে একটি শিশুর মাথা দেখতে পায় স্থানীয় চাষিরা। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন ওই মাথাটি উদ্ধার করে। মাথাটি হাসান আলীর বলে শনাক্ত করেন তার বাবা মোজাফফর আলী। তবে মাথাটি ওই শিশুর কিনা তা আরো নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কি কারণে শিশু হাসানকে হত্যা করা হয়েছে সেই রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর দিনমজুর কৃষক মোজাফফর আলীর মানসিক প্রতিবন্ধী ছেলে শিশু হাসান নিখোঁজ হয়। নিখোঁজের সাতদিন পর গত ৪ জানুয়ারি পাইকেরদোল এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।