ভেড়ামারা ও পোড়াদহে থামবে বেনাপোল এক্সপ্রেস
কুষ্টিয়ার পোড়াদহ ও ভেড়ামারায় যাত্রাবিরতি দেবে বেনাপোল থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’।
আগামী ১০ জানুয়ারি থেকে পোড়াদহ ও ভেড়ামারায় যাত্রীরা ট্রেনে ওঠানামা করতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
পোড়াদহ এলাকার মীর আব্দুর রাজ্জাক বার্তা২৪.কমকে বলেন, ‘দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা বিরতিহীনভাবে ওই ট্রেনে সহজেই ঢাকা যেতে পারব।’
পোড়াদহ জংশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের (পশ্চিম) চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে যাত্রা বিরতির বিষয়টি আমাদের জানানো হয়। ওই দুই এলাকা থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য ‘বেনাপোল এক্সপ্রেসে’ ৫৫টি টিকিটের ব্যবস্থা রাখা হবে। তবে কোন সময়ে ট্রেন থামবে তা এখনই বলা যাচ্ছে না।’