নিখোঁজের দুইদিন পর সরিষাক্ষেতে মিলল শ্রমিকের মরদেহ

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইয়াকুব আলী (২০) নামে এক তাঁত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের পর এনায়েতপুর থানাধীন ইসলামপুর আটারদাগ গ্রামে সরিষার একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ইয়াকুব আলী একই থানাধীন রূপনাই গাছপাড়া এলাকার ইয়াছিন আলীর ছেলে।

এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ৫ জানুয়ারি সন্ধ্যায় খুকনী কান্দাপাড়া এলাকার একটি তাঁত কারখানায় কাজ শেষে বেরিয়ে যান ইয়াকুব। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুরে ওই গ্রামের সরিষা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর সরিষা ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হয়েছে।