স্বাধীনতা ও বিজয় দিবসে বোনাস পাবেন মুক্তিযোদ্ধারা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি তৈরি করে দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের ভাতা এখন আর কোনো দপ্তর থেকে নিতে হবে না। ব্যাংক থেকে সরাসরি যার যার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এ বছর থেকেই স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে বোনাস দেয়া হবে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজে রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যত স্মৃতি স্থান আছে সবগুলো আমরা সংরক্ষণ করব। এছাড়া আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের হাতে তাদের পরিচয়পত্র পৌঁছে দেয়া হবে।’
এ সময় অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।