টাঙ্গাইলে কবরস্থানের ২২টি কঙ্কাল চুরি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

টাঙ্গাইল জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

টাঙ্গাইল জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

টাঙ্গাইলের মির্জাপুরে পুরাতন একটি কবরস্থান থেকে ২২টি কঙ্কাল উধাও হওয়ার খবর পাওয়া গেছে। তবে স্থানীয়দের দাবি, কবরস্থানের ওই কঙ্কালগুলো চোরের দল রাতের আধারেই চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্লা সোহাগ কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।

বিজ্ঞাপন

শুভুল্লা সোহাগ কবরস্থান কমিটির সভাপতি হুমায়ূন তালুকদার জানান, উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্লা, কুর্নী, হাতকুড়ার তিনটি গ্রাম নিয়ে শুভুল্লা সোহাগ কবরস্থানটি প্রতিষ্ঠা করা হয়। বুধবার (৮ জানুয়ারি) সকালে এলাকার লোকজন গিয়ে কয়েকটি কবর সংলগ্ন গর্তখুড়া দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে কবরস্থানের ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা দেখতে পান চোরের দল রাতের আধারে ২২টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এর আগেও ওই করবস্থান থেকে ৫-৬টি কঙ্কাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান জানান, কঙ্কাল চুরির ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।

বিজ্ঞাপন