শহীদ হারুন পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ)
  • |
  • Font increase
  • Font Decrease

শহীদ হারুন পার্ক এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ছবি: বার্তা২৪.কম

শহীদ হারুন পার্ক এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের শহীদ হারুন পার্ক এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা হারুন পার্ক এলাকায় ওই অভিযান পরিচালনা করেন। এ সময় পার্কের ভেতর ও সীমানা প্রাচীর ঘেঁষে গড়ে ওঠা ফলের দোকান, চায়ের দোকান, কাপড়ের দোকানসহ ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, হারুন পার্কের সুন্দর পরিবেশ বজায় রাখতে ভেতরের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি পার্কের সামনের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়ার জন্য দখলদারদের নির্দেশনা দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জায়গা খালি না করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।