ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফরিদপুর জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

ফরিদপুর জেলার ম্যাপ, ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় পরে প্রাইভেটকারের চাকায় পৃষ্ঠ হয়ে মাহামুদুল হাসান (৩২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ভাঙ্গা পৌরসভার চারা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহামুদুল খুলনা জেলার খালিশপুর থানার বাংলারমোড় এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, দুপুরে দুর্ঘটনাটি ঘটে। হামুদুল হাসান তার সুজন নামের এক বন্ধুকে নিয়ে গ্রামের বাড়ি থেকে নিজ মোটরসাইকেল করে ফরিদপুরের সদরপুর থানার চন্দ্রপাড়া দরবার শরীফ যাওয়ার জন্য বের হন। পথিমধ্যে ভাঙ্গা পৌরসভার চারা বটতলা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা সেতু ডিলাক্স নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা রাস্তায় পরে যায়। তখনই সামনের দিক থেকে আসা অপর একটি প্রাইভেটকারের চাকায় পৃষ্ঠ হয়ে মোটরসাইকেল চালক নিহত হন। তার বন্ধু সামান্য আহত হন। তবে তিনি সুস্থ আছেন।

তিনি জানান, পুলিশ সেতু ডিলাক্স গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যান। নিহতের মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন