ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষের আনন্দ শোভাযাত্রা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এ শোভাযাত্রার আয়োজন করে।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশসাক নূর কুতুবুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সদর থানার ওসি তানভির, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীছাড়াও সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তারা ও বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।