কুষ্টিয়ায় দুদকের অভিযান, বিআরটিএর দুই দালালের দণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া দুই দালাল, ছবি: বার্তা২৪.কম

আটক হওয়া দুই দালাল, ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে মনিরুজ্জামান (৩৫) ও মো. দুলাল (৩৯) নামের দুই দালাল চক্রের সদস্যকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে তাদের আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত মো. দুলাল কুষ্টিয়া শহরতলীর উদিবাড়ী এলাকার দিরাজ উদ্দিনের ছেলে ও মনিরুজ্জামান শহরের পূর্ব মজমপুর এলাকার শেখ নুরুল আমিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী।

বিজ্ঞাপন

তিনি জানান, কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে সেবা গ্রহণকারীদের কাছ থেকে সরকারি ফি ব্যতীত অতিরিক্ত অর্থ আদায় করা অবস্থায় দুদক কুষ্টিয়ার একটি টিম তাদের আটক করে। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মনিরুজ্জামানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত এবং ১০ হাজার টাকা জরিমানা এবং মো. দুলালকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।