মিয়ানমার থেকে দুদিনে ১৮৯৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

  • উপজেলা করেসপেন্ডেন্ট, বার্তা২৪.কম, টেকনাফ(কক্সবাজার)
  • |
  • Font increase
  • Font Decrease

মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি

মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি

মিয়ানমার থেকে দুদিনে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে ১৮৯৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এসেছে ১ হাজার ৯২ দশমিক ৬৭৯ মেট্রিক টন পেঁয়াজ। এর আগের দিন (রোববার) এসেছে ৭০০ দশমিক ৫৬৯ মেট্রিক টন পেঁয়াজ। তবে আগের তুলনায় পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো: আবছার উদ্দিন বলেন, মিয়ানমার থেকে এ স্থলবন্দরে প্রায় ১২’শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে এখনো ৫০০ মেট্রিক টন পেঁয়াজ খালাসের অপেক্ষায় ট্রলারে নোঙর করে আছে। তাছাড়া মিয়ানমার থেকে আরও কয়েক’শ মেট্রিক টন পেঁয়াজ ভর্তি একাধিক ট্রলার স্থলবন্দরে আসার পথে রওনা দিয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, (১-১৩ জানুয়ারি) সোমবার পর্যন্ত ১৩ দিনে মিয়ানমার থেকে ৪ হাজার ৭২১ দশমিক ৮৩৮ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। তার মধ্যে সোমবার মিয়ানমার থেকে আসে ১ হাজার ৯২ দশমিক ৬৭৯ মেট্রিক টন পেঁয়াজ। এর আগের দিন ৭০০ দশমিক ৫৬৯ মেট্রিক টন পেঁয়াজ এসেছিল। এছাড়া গত বছর ডিসেম্বরে ১৪ হাজার ৬৪৭ দশমিক ৬০৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। নভেম্বরে ২১ হাজার ৫৬০ দশমিক ৪৫২ মেট্রিক টন, অক্টোবরে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এছাড়া সেপ্টেম্বর ও আগস্ট মাসে ৩ হাজার ৫৭৩ ও ৮৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়।

টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক মো: জসিম উদ্দীন চৌধুরী বলেন, এখন মিয়ানমার থেকে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছে ব্যবসায়ীরা। আমদানিকৃত পেঁয়াজ দ্রুত সময়ে খালাসে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। তাছাড়া বন্দরে ৫০০ মেট্রিক টনের মতো পেঁয়াজ খালাসের অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞাপন