শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। শ্রাবণ প্রকাশনী এই বই মেলার আয়োজন করেছে।
ইউএনও নজরুল ইসলাম বলেন, এই বইমেলার মাধ্যমে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাঙালির ইতিহাস সম্পর্কে জানতে পারবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনসুর ইকবাল, সাংবাদিক মামুন আহমদ, ঝলক দত্ত, শিক্ষক আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবিন আহসান বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০ মাসব্যাপী বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা ইতোমধ্যে শুরু হয়েছে। যেহেতু এটি ভ্রাম্যমাণ মেলা। তাই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বই বিক্রি করি। শ্রীমঙ্গলে মেলাটি দুই দিন থাকবে। আজ উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বসেছে। মেলার দ্বিতীয় ও শেষদিন ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ে ও শ্রীমঙ্গল জেলা পরিষদ প্রাঙ্গণে বসবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে মেলা।