কুষ্টিয়ায় ৪ ইটভাটা মালিককে ১২ লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ড্রাম চিমনির ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়

ড্রাম চিমনির ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়

অবৈধভাবে কাঠ পুড়িয়ে ইট তৈরির অভিযোগে কুষ্টিয়ায় পরিবেশ অধিদফতরের অভিযানে ৪ ইটভাটা মালিককে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ড্রাম চিমনির ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী ও পরিবেশ অধিদফতর কুষ্টিয়ার উপ-পরিচালক আতিয়ার রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, জেলার অধিকাংশ ইটভাটার অনুমোদন নেই। এসব ভাটা মালিকরা ইট তৈরিতে জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করছে। এ অভিযোগে অভিযান চালিয়ে ৪ ইটভাটা মালিককে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

৪ ইটভাটা মালিককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনায় সহায়তা করেন।

বিজ্ঞাপন