শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ফেরি চলাচল বন্ধ, ছবি: সংগৃহীত

ফেরি চলাচল বন্ধ, ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ছোট ও বড় সকল ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে ফেরি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ঘন কুয়াশার কারণে এ রুটের বিভিন্ন পয়েন্টে পরিবহন বোঝাই ৬টি ফেরি আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে অসংখ্য যাত্রী।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিক আহম্মেদ জানান, ঘন কুয়াশার কারণে নদীর চ্যানেলের পয়েন্ট গুলোতে বিকন বাতি বয়া সিগনাল দেখতে না পাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ অবস্থায় পদ্মার মাঝে বিভিন্ন পয়েন্টে-নোঙর করে রাখা হয় আরও ৬টি ফেরি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বুধবার সকালের দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল আবার স্বাভাবিক করা হবে। তবে এই মুহূর্তে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ৪ শতাধিক ছোট-বড় যানবাহনের লাইন পড়েছে। অ্যাম্বুলেন্স, ছোট যানবাহন ও পচনশীল মালবাহী ট্রাক রয়েছে।