কুষ্টিয়ায় ৩ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ইটভাটায় অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ছবি: বার্তা২৪.কম

ইটভাটায় অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান

তিনি জানান, কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের বোয়ালদাহ এম.এম.আর ব্রিকসের মালিক আ. সামাদকে ইটের মাপে কম থাকার কারণে ৫০ হাজার টাকা, এএইচ ব্রিকসের মালিক আলাউদ্দিনকে একই অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জুগিয়া ভাটাপাড়ায় ইটের মাপে কম থাকার অপরাধ পুনরায় করায় এমএসকে ব্রিকসের মালিক আব্দুস সালামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সদস্যরা।