‘থানা হবে নিরাপদ আশ্রয়স্থল’
সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল হাসান বলেছেন, ‘সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা এ ধরনের কোনো অভিযোগ শুনতে চাই না। থানা হবে মানুষের কাছে নিরাপদ আশ্রয়স্থল।’
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শ্রীমঙ্গল থানা পুলিশ এ মত বিনিময় সভার আয়োজন করে।
কামরুল হাসান আরও বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তা দিতে সরকার আমাদের দায়িত্ব দিয়েছে। এ কারণে সরকার আমাদের বেতনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়। তাই মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা দায়িত্ব নিয়ে কাজ করব।’
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (অপরাধ) মো. আনোয়ারুল হক প্রমুখ।