সিলেটে আজহারীর মাহফিল বন্ধ
সিলেটে আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীকে তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের অনুমতি দেয়নি জেলা প্রশাসন।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের সঙ্গে সিলেটের আলেম সমাজ, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০ জানুয়ারি সিলেটের কানাইঘাট উপজেলার মুকিগঞ্জ বাজার জামেয়া মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো মাওলানা আজহারীর।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সাময়িক সময়ের জন্য আজহারীকে মাহফিলে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রশাসন অনুমতি দিতে পারে।
বৈঠকে উপস্থিত থাকা কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয় বর্তমান পরিস্থিতি বিবেচনায় যেহেতু কিছু মানুষ আজহারীকে বিতর্কিত মনে করে, সেজন্য তাকে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তারা অন্য বক্তা এনে মাহফিল করাতে পারবেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, দারুল উলুম কানাইঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আলীম উদ্দিন, হরিপুর মাদরাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ সাকের, কানাইঘাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।