বঙ্গবন্ধু বাঙালির কাছে সোনার খনি: ইনু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ছবি: বার্তা২৪.কম

তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ছবি: বার্তা২৪.কম

তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির কাছে সোনার খনি।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ইনু বলেন, ‘মুজিববর্ষে মুজিবের আদর্শ সম্পর্কে জানতে হবে। পাশাপাশি সেই আলোকে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে হবে।’

এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে ভেড়ামারা উপজেলা শিল্পকলা একাডেমির সংস্কার কাজের উদ্বোধন করেন ইনু।