বিদ্যালয়ের ফটকের সামনে ময়লার স্তুপ
কুষ্টিয়া পৌরসভার ১নং পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ময়লার স্তুপে পরিণত হয়েছে।
ময়লার দুর্গন্ধে প্রাথমিক বিদ্যালয়ের কেমলমতি শিশুরা বিভিন্ন পেটেরপীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি মসজিদে আসা মুসল্লিসহ জনসাধারণের চলাচলে চরম অসুবিধা হলেও কর্তৃপক্ষ উদাসীন।
সরজমিনে গিয়ে দেখা যায়, কুষ্টিয়া শহরের মিউনিসিপালিটি সুপার মার্কেটের পূর্ব পাশে অবস্থিত ১নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার পাশেই রয়েছে জামে মসজিদ ও বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র।
সেখানে গেলেই উৎকট গন্ধে বমি বমি ভাব চলে আসে। এমন ময়লার স্তুপ দেখে মনে হয় যেন ময়লার ভাগাড়।
আবার বৃহত্তর মিউনিসিপ্যাল কাঁচা বাজারে বাজার করতে আসা ক্রেতাগণ ময়লার দূর্গন্ধে নাক ধরে কোন রকম চলাফেরা করতে হয়।
১নং পৌর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মারুফ হাসান বলেন, আমাদের স্কুল গেটের সামনে ময়লা রাখায় আমাদের চলতে খুবই কষ্ট করতে হয়।
নাজমা আক্তার নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা নাক ধরে কোন রকম স্কুলে যাওয়া আসা করি। কিন্তু উৎকটগন্ধ বেশী হলে ক্লাসে বসে থাকা দুষ্কর হয়ে পড়ে। এর থেকে আমরা পরিত্রাণ পেতে চাই।
বাজারের ব্যবসায়ী শাপলা ট্রেডার্সের মালিক বলেন, আমরা বহুবার পৌর কর্তৃপক্ষকে ময়লার স্তুপটি অপসারণ করতে বললেও তারা কোন পদক্ষেপ নেয়নি।
বকুল হোসেন নামে এক মুসল্লি বলেন, এই মসজিদে নামাজ পড়তে আসার সময় দুর্গন্ধে নাক চেপে থাকতে হয়। আমরা ময়লার স্তুপটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানাই।
পৌরসভার শহর পরিকল্পনাবিদ কর্মকর্তা রানভীর আহমেদ জানান, শিগগিরই ময়লা ফেলার জন্য একটি বড় ডাস্টবিন করে দিয়ে প্রতিদিন দুইবার করে ময়লা সংগ্রহ করে নিয়ে গেলে সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে। বিষয়টি নিয়ে মেয়রকে জানানো হবে।
যে ভাবেই হোক সাধারন জনগণ স্কুল ও মসজিদ গেটের সামনে থেকে দ্রুত সময়ের মধ্যে ময়লার স্তুপটি সরিয়ে নেওয়ার জন্য কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।