ফতুল্লায় ছুরিকাঘাতে ইলেকট্রিক মিস্ত্রি খুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় আব্দুর রহিম নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম একই এলাকার ঈমান আলীর ছেলে।

নিহতের বাবা ঈমান আলী জানান, গুদারাঘাট এলাকায় একটি ফোন ফ্যাক্সের দোকানের সামনে তার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়। পরে তাকে উদ্ধার করা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তবে কে বা কারা রহিমকে হত্যা করেছে এ বিষয়ে তেমন কিছুই জানাতে পারেননি নিহতের বাব ঈমান আলী।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বার্তা২৪.কম-কে জানান, রাত ৮টার দিকে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত আব্দুর রহিমের পেটে ও পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাত করার চিহ্ন পাওয়া গেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের কয়েকটি টিম দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।