হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বিজ্ঞাপন

নিহত স্কুলছাত্রী মদিনাতুল কিবরিয়া জেরিন লুকড়া ইউনিয়নের ধল গ্রামের আব্দুল হাইর মেয়ে ও রিচি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেট ওসমানি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে শনিবার সকালে সে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়।

জানা যায়- শনিবার সকালে নিহত ছাত্রী জেরিনসহ কয়েকজন শিক্ষার্থী টমটম ইজিবাইকযোগে স্কুলে যাওয়ার জন্য রওনা হন। স্কুলের সামনে পৌঁছামাত্র একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ স্কুলের পৌঁছালে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা রাস্তা নেমে আসেন। এসময় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।