পঞ্চগড়ে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

পঞ্চগড়ে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত

পঞ্চগড়ে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত

পঞ্চগড়ে রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা বাতাসের সঙ্গে বজ্রপাতও হচ্ছে। এতে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি ও ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ ও নিম্ন আয়ের মানুষ।

সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল পঞ্চগড়। সারাদিন দেখা মেলেনি সূর্যের। এ জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

পঞ্চগড় শহরের রিকশা চালক রাজিউল ইসলাম বলেন, ‘শীতের দিনে এমনিতে অনেকেই রিকশায় উঠতে চায় না। এখনতো বৃষ্টি পড়ছে। ফলে যাত্রী না পেয়ে বেকার সময় পার করতেছি।’

একই দুর্ভোগের কথা জানান জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার দিনমজুর জাহেদুল ইসলাম। তিনি বলেন, ‘সারাদিন পাথরের কাজ করে মহাজনের কাছ থেকে মজুরি নিয়ে বাজার করে বাড়ি ফিরব, কিন্তু হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ায় বাজার করতে পারছি না, বাড়ি ফেরা তো দূরের কথা।’

বিজ্ঞাপন

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, ‘আজ হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে এবং হালকা বজ্রপাত পড়ে। চলতি মাসে আরও দু-েএকবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’