কুলাউড়ায় অস্ত্রসহ ভারতীয় নাগরিক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

আটক আশিক, ছবি: বার্তা২৪.কম

আটক আশিক, ছবি: বার্তা২৪.কম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শিকড়িয়া গ্রাম থেকে মো. আশিক আলী (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

তিনি ভারতের কৈলাশহর জেলার লক্ষ্মীপুর থানার টিলাগাঁও গ্রামের মৃত ওয়াদ উল্লাহর ছেলে।

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা আশিককে আটক করে রাতে কুলাউড়া থানায় সোপর্দ করে।

আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আলমগীর হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে রোববার বিকেল ৩টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে ভারতীয় নাগরিক মো. আশিক আলীকে (৩৫) ভারতীয় অস্ত্র (এসডিবি, মডেল-৯৫ সিএল ৪.৫ এমএম ৭৭. এয়ারগান) ও ১২ হাজার ৯০০ টাকার বিভিন্ন মালপত্রসহ আটক করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, রাত ৯টায় বিজিবির সদস্যরা ভারতীয় নাগরিক আশিককে কুলাউড়া থানায় নিয়ে আসে। অনুপ্রবেশের অভিযোগে বিজিবির পক্ষ থেকে আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।