মালয়েশিয়া যাবার প্রস্তুতিকালে ২২ রোহিঙ্গা আটক

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টেকনাফ (কক্সবাজার)
  • |
  • Font increase
  • Font Decrease

টেকনাফের ম্যাপ

টেকনাফের ম্যাপ

সাগর পথে মালয়েশিয়া যাবার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফের উপকূল থেকে ২২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ১৮ নারী, এক শিশু এবং তিনজন পুরুষ। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে বসবাস করছিলেন।

সোমবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে টেকনাফের শামলাপুর নোয়াখালীপাড়া এলাকায় জমায়েত অবস্থায় তাদের আটক করা হয়।

টেকনাফের বাহারছড়া পুলিশের তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) ইন্সপেক্টর মোহাম্মদ লিয়াকত আলী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, একটি মানব পাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের বাহাড়ছড়া ইউনিয়নের শামলাপুর নোয়াখালীপাড়া এলাকায় জমায়েত করে।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে সাগরপাড়ে নৌকার জন্য অপেক্ষায় থাকা ২২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।