চলতি মাসে অর্ধশতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

চলতি মাসে এবার দ্বিতীয় দফায় আত্মসমর্পণ করবেন কক্সবাজারের উখিয়া-টেকনাফের অর্ধশতাধিক ইয়াবা ব্যবসায়ী।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে দ্বিতীয় দফায় ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের প্রক্রিয়ার কথা নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন। এর আগে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।

বিজ্ঞাপন

মো. ইকবাল হোসেন জানান, ১০২ জন ইয়াবা ব্যবসায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করার পর তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট দেয়া হয়েছে। এরপর দ্বিতীয় দফায় আত্মসমর্পণের জন্য সম্মতি জানিয়েছেন আরও অর্ধশতাধিক। তাদের মধ্য থেকে ৩০ জন ইতোমধ্যে সেফহোমে চলে গেছেন।

তিনি আরও জানান, যারা নিজেদের অপরাধ শিকার করে স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছেন তাদের এ সুযোগ দেয়া হচ্ছে। চলতি মাসের শেষের দিকে ২৮ বা ২৯ জানুয়ারি হতে পারে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে ১০২ জন আত্মসমর্পণ করেন।