তিস্তায় বালু উত্তোলন, অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ড্রেজার মেশিন অবৈধভাবে বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে তিস্তা নদীর তীরবর্তী চৌরাহা ও গোবর্দ্ধন সলেডি স্প্যার বাঁধ এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (এনডিসি) শহীদুল ইসলাম সোহাগ।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (এনডিসি) শহীদুল ইসলাম সোহাগ পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিস্তা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন দায়ে চৌরাহা এলাকায় পাইপসহ একটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় দুইটি ট্রলি আটক করা হয়েছে। ড্রেজার মেশিন মালিক মোসলেম উদ্দিন ও ট্রলি মালিকের মোট এক লাখ ১১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) শহীদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।