বগুড়ায় থ্রি হুইলার চলাচলের দাবিতে মহাসড়ক অবরোধ

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহাসড়কে সব ধরনের থ্রি হুইলার চলাচলের অনুমতির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম থানার কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে অবরোধ করা হয়।

চালকরা বলেন, সিএনজি চালিত থ্রি হুইলার ছাড়াও ব্যাটারি চালিত ভ্যান ও রিকশা মহাসড়কে উঠলেই হাইওয়ে পুলিশ আটক করে ডাম্পিং করে।

তারা বলেন, ফিডার সড়ক দিয়ে চলাচল করলেও মহাসড়ক অতিক্রম করতে হয়। কিন্তু হাইওয়ে পুলিশের কারণে তারা থ্রি হুইলার চালাতে পারছেন না। ফলে শত-শত গরিব চালক ও শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন।পাশাপাশি কয়েকশ থ্রি হুইলার আটক করে কুন্দারহাট হাইওয়ে ফাঁড়িতে ডাম্পিং করায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেন।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে বগুড়া-নাটোর রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ অবরোধ স্থলে গিয়ে বিক্ষুব্ধ চালকদের সাথে কথা বলেন। পরে তিনি হাইওয়ে পুলিশ সুপারের সাথে মোবাইল ফোনে এ বিষয়ে কথা বলেন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ থ্রি হুইলার চালকদের দাবি বিবেচনা করার আশ্বাস দিলে একঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হয়।পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।