সাগর তীরে সাংস্কৃতিক উৎসব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা, ছবি: বার্তা২৪.কম

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা, ছবি: বার্তা২৪.কম

‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন শহর কক্সবাজারে প্রথমবারের মতো ‘সৈকত সাংস্কৃতিক উৎসব ২০২০’র আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সৈকতের লাবণী পয়েন্টে এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ উৎসব চলবে শনিবার পর্যন্ত।

বিজ্ঞাপন

উৎসবে সংগীত, নৃত্য, অ্যাক্রোবেটিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা এবং পারফরম্যান্স আর্টসহ বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। কক্সবাজার ছাড়াও চট্টগ্রাম, বান্দরবান ও বাংলাদেশে শিল্পকলা একাডেমির পাঁচ শতাধিক শিল্পীর অংশগ্রহণে মেতে উঠেছে সমুদ্র নগরীতে বেড়াতে আসা পর্যটকরাও।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ ফুট দীর্ঘ প্রতিকৃতি কক্সবাজার সমুদ্র সৈকতে স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আদিবুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল প্রমুখ।