চালের মজুদ পর্যাপ্ত, পেঁয়াজের ঘাটতি: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে চাহিদা অনুযায়ী চালের মজুদ পর্যাপ্ত থাকলেও চাহিদার তুলনায় পেঁয়াজের ঘাটতি রয়েছে ২৫ শতাংশ। পেঁয়াজের উৎপাদন বাড়ানোর জন্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, চালের মূল্যবৃদ্ধিতে কোনো মধ্যস্বত্বভোগী উপকৃত হলে খাদ্য মন্ত্রণালয় অবশ্যই আইনানুগভাবে কঠোর ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী সিটি নির্বাচন প্রসঙ্গে বলেন, কিছু নির্বাচনে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। মানুষ এখন ফেয়ার ভোট চায়। তাই ফেয়ার ভোট করতে ইভিএম পদ্ধতি গ্রহণ করা হয়েছে। ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পাবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।