আইসিজের আদেশে কোনো সুস্পষ্ট সমাধান নেই: নাসিম

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা ২৪.কম,সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম/ ছবি: সংগৃহীত

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম/ ছবি: সংগৃহীত

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন- আন্তর্জাতিক আদালতের (আইসিজে) রায়ে অন্তর্বর্তীকালীন যে চারটি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে তার মধ্যে রোহিঙ্গা গণহত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থার কথা বলা হয়নি।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের মুলিবাড়িতে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার রায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নাসিম বলেন, আদালতের আদেশে রোহিঙ্গা সমস্যার সমাধানের সুস্পষ্ট কোন কার্যকর ব্যবস্থা নেই। রোহিঙ্গাদের ফেরত নেয়ারও কোনো নির্দেশনা আদালতের আদেশে নেই। রোহিঙ্গা নির্যাতনের ঘটনা অতিরঞ্জিত বলে মিয়ানমারের নেত্রী সুচি যে বক্তব্য দিয়েছেন, তা নিন্দনীয়।

মোহাম্মদ নাসিম ঢাকা থেকে সড়ক পথে বঙ্গবন্ধু সেতু পেরিয়ে পশ্চিমপাড়ের মুলিবাড়িতে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন।

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা দানীসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।