টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

  • উপজেলা করেসপেন্ডেন্ট, বার্তা ২৪.কম, টেকনাফ (কক্সবাজার)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. নাসির (৩০) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এসময় ৩টি দেশীয় তৈরি এলজি, ১২ রাউন্ড তাজা কার্তুজ, ১৬ রাউন্ড কার্তুজের খোসা ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘরিয়া পাড়া এলাকার দইল্যা খালের পাড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মো. নাসির হলেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব সাতঘরিয়া পাড়া এলাকার জালাল আহম্মদের ছেলে। সে চিহ্নিত একজন মাদক কারবারি বলে দাবি পুলিশের।

এ ঘটনায় টেকনাফ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অহিদ উল্লাহ এবং কনস্টেবল আব্দু শুক্কুর ও মো. হেলাল আহত হন। 

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাতে বিপুল পরিমাণ ইয়াবা মিয়ানমার থেকে সংগ্রহ করার গোপন সংবাদে একদল পুলিশ অভিযান চালিয়ে টেকনাফের হ্নীলা ইউপিস্থ গালস স্কুলের সামনে থেকে মো. নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার স্বীকারোক্তিতে মজুদ করা ইয়াবার চালান উদ্ধারে হোয়াইক্যং ইউপিস্থ পূর্ব সাত ঘড়িয়াপাড়া জৈনক রৌশন আলী মেম্বারের বসতবাড়ির পূর্ব পাশে অনুমান ২০০ গজ পূর্বে দইল্যা খালের পাড়ে ইয়াবা,অস্ত্র মজুদ এবং সহযোগী ইয়াবা ব্যবসায়ীরা অবস্থানের খবরে আমার নেতৃত্বে অভিযানে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত মাদক কারবারির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।