হাসপাতালে ৪মাস ধরে ভর্তি, মিলছে না অন্তঃসত্ত্বা নারীর পরিচয়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

লালমনিরহাট সদর হাসপাতাল, ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদর হাসপাতাল, ছবি: সংগৃহীত

গত চার মাস ধরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। তার আত্মীয়স্বজন কাউকে এখনো খুঁজে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের মূল ফটকের সামনে অসুস্থ শরীর নিয়ে একটি পলিথিনের ওপর শুয়ে থাকতেন অজ্ঞাত ওই নারী। পরে সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স চামেলী বেগম ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সদর হাসপাতালের দ্বিতীয় তলার গাইনি ওয়ার্ডে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও ওই নারীর পরিচয় জানতে পারেনি। খুঁজে পায়নি তার কোনো আত্মীয়স্বজনকেও।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ শারীরিক পরীক্ষা করে জানতে পেরেছেন ওই নারী অন্তঃসত্ত্বা। মার্চ মাসে ওই নারী সন্তান প্রসব করতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

ওই নারী ভয়ে কাউকে কিছু বলতে পাচ্ছে না। কখনো হাসেন আবার কখনো কান্না করছেন। দিন দিন ওই নারী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। চিকিৎসকদের ধারণা পরিবারের পরিচয় পাওয়া গেলেই মানসিকভাবে তাকে সুস্থ করা যাবে। অন্তঃসত্ত্বা ওই নারী অবিবাহিত অথবা সদ্য বিবাহিত বলে ধারণা হাসপাতাল কর্তৃপক্ষের।

সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স চামেলী বেগম বার্তা২৪.কমকে বলেন, ‘প্রায় চার মাস আগে সদর হাসপাতালের মূল ফটকে শরীর খারাপ নিয়ে শুয়ে ছিল সে। পরে অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে এনে ভর্তি করেছি। তার পরিচয় পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। কেউ তাকে চিনে থাকলে হাসপাতালে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।

বিজ্ঞাপন

লালমনিরহাট সদর হাসপাতালের সমাজসেবা অফিসার এরশাদ আলী বার্তা২৪.কম-কে বলেন, ‘বড় ধরনের মানসিক আঘাতের কারণে ওই নারীর এ অবস্থা হতে পারে। আমরা নারী সমাজকর্মী দিয়ে কাউন্সিলিং করে তার পরিচয় বের করার চেষ্টা করছি।’

লালমনিরহাট সিভিল সার্জন ডা. কাসেম আলী বার্তা২৪,কম-কে বলেন, ‘অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতাল কর্তৃপক্ষ শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ সব ধরনের সহযোগিতা করছে। যতদিন হাসপাতালে চিকিৎসা চলবে ততদিন তাকে সহায়তা করবে হাসপাতাল কর্তৃপক্ষ।