কুষ্টিয়ায় তিন ইটভাটায় জরিমানা
কুষ্টিয়ায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে তিনটি ইটভাটা স্ক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
রোববার (২৬ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল এবং সবুজ কুমার বসাক।
কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায়, অবৈধভাবে কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি সাধন করায় এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা জুগিয়ায় অবস্থিত মেসার্স কেএবি ব্রিকসকে ৮০ হাজার, জুগিয়া ভাটপাড়ায় অবস্থিত মেসার্স এমএফবি ব্রিকসকে ১ লাখ টাকা এবং মিরপুর উপজেলার চারুলিয়ায় অবস্থিত মেসার্স কেপিবি ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আতাউর রহমান ও পরিদর্শক কমল কুমার বর্মণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।