গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ভোরে এম. এ. ফ্যাশন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে/ছবি: বার্তা২৪.কম

ভোরে এম. এ. ফ্যাশন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে/ছবি: বার্তা২৪.কম

গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে এম. এ. ফ্যাশন নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

সোমবার (২৭ জানুয়ারি) ভোর চারটার দিকে নগরীর পূবাইল ৪১ নম্বর ওয়ার্ডের বসুগাঁও হাফিজিয়া মাদ্রাসার উত্তর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, শীত নিবারণের জন্য ভোরে প্রধান সড়কের পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী আগুন জ্বালিয়েছিল। আগুন এক পর্যায়ে ওই কারখানায় লেগে যায়। এরপর ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভোনোর চেষ্টা করে ব্যর্থ হয়। ভোর ৩টা ৫৬ মিনিটে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এরপর তাদের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি আরও জানান, সাড়ে তিন হাজার বর্গফুট আয়তনের টিন শেডের গোডাউন তুলা, পলিথিন, প্লাস্টিক, ফয়েল প্যাকেট, কেমিকেলের ড্রামসহ মিশ্র মালামালে ভর্তি ছিল।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, মোহাম্মদ আলীর মালিকানাধীন কারখানাটির ফায়ার সনদ ছিল না। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।