বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড, স্ক্যাভেটর-ড্রেজার মেশিন ধ্বংস
কুষ্টিয়ার কুমারখালীতে বালুমহাল থেকে বালু উত্তোলনের দায়ে হাসেম মোল্লা নামে এক ব্যক্তিকে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনের একটি স্ক্যাভেটর ও ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন-আল জিহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত হাসেম মোল্লা উপজেলার উত্তর মুলগ্রামের মৃত আফছার মোল্লার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন-আল জিহান জানান, উপজেলার জিলাপিতলার চরমহালে দীর্ঘদিন ধরে অনুমতি না নিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। সোমবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলে হাসেম মোল্লাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও স্ক্যাভেটর ও ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।