মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনা, ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনা, ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের সদর উপজেলায় শেরপুরের পাশে কামারখালি এলাকায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫জন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা প্রায় ২ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে মুজাহিদুর রহমান (৩৭) ও পাবনা জেলার ঈশ্বরদী গ্রামের হারুন মিয়ার ছেলে আল আমিন (২৫)।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান চিত্তরঞ্জন বৈদ্য দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মৌলভীবাজার আড়াইশ শয্যা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জানান, আল আমিন হাসপাতালে আসার পর মারা যান।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আলী হোসেন নামের আহত এক ব্যক্তিকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শাহিন আহম্মদ জানান, কুয়াশার মধ্যে শেরপুর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে মৌলভীবাজারের বাউরভাগ আসার পথে কামারখালি এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী মুজাহিদুর রহমান নিহত হন।