বারি’র নতুন মহাপরিচালক ড. আব্দুল ওহাব
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আব্দুল ওহাব।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে তাকে বারি’র মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বারি’র প্রটোকল অফিসার মো. আল-আমিন।
তিনি জানান, আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ড. মো. আব্দুল ওহাব বর্তমান মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের স্থলাভিষিক্ত হবেন।
এর আগে ড. মো. আব্দুল ওহাব বারি’র পরিচালক (গবেষণা) ও পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। এ ছাড়াও তিনি প্রেষণে ভাসমান বেডে সবজি চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।
ড. মো. আব্দুল ওহাব ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রাপ্ত হন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক এই বিজ্ঞানী রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন।