লক্ষ্মীপুরে ধর্ষণ-হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড বহাল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী স্মৃতি নাথ সীমাকে ধর্ষণের পর হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সাজা কমিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামির যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা এ রায় দেন।

বিজ্ঞাপন

আদালতে আসামিদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পলাতকদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এ এস এম শফিকুল ইসলাম কাজল ও মো. হাফিজুর রহমান খান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল শোভানা বানু, ফারহানা আফরোজ ও শামসুন নাহার লাইজু। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর এ মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলো বিচারিক আদালত। খালাস দেয়া হয় ১৫ জনকে। ২০১২ সালের জুলাই মাসে কৃষ্ণা দেবনাথের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে একদল ডাকাত। এসময় সীমাকে আটকে রেখে ধর্ষণ করে আসামিরা। পরে হাসপাতালে নেয়া হলে মারা যায় স্কুলছাত্রী সীমা।