কাপড়ের দোকানে মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

  • উপজেলা করেসপেন্ডেন্ট, বার্তা২৪.কম, টেকনাফ
  • |
  • Font increase
  • Font Decrease

আটক দুই ইয়াবা ব্যবসায়ী/ছবি: বার্তা২৪.কম

আটক দুই ইয়াবা ব্যবসায়ী/ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারের টেকনাফে একটি কাপড়ের দোকান থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে টেকনাফ পৌরসভার উপরের বাজারে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটক দুইজন হলেন-চট্রগ্রাম লোহাগাড়া পূর্ব কলাউজান এলাকার কবির আহমেদের ছেলে মো. জাকারিয়া (৩৫) ও টেকনাফ পৌরসভা জালিয়া পাড়া এলাকার আলী জোহারের ছেলে আব্দুল হক (৩৩)।

র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে টেকনাফ পৌরসভার উপরের বাজার বার্মিজ মার্কেট সংলগ্ন আফিফা আলম হিমু মার্কেটের আক্তারের কাপড়ের দোকানে অভিযান চালানো হয়। দোকানটিতে তল্লাশি চালিয়ে থেকে ৭০ হাজার পিস জব্দ করা হয়। এসময় জাকারিয়া ও আব্দুল হক নামে দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা বলেও জানান তিনি।