কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুষ্টিয়ায় যৌতুকের জন্য নির্যাতনে স্ত্রী হত্যা মামলায় স্বামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- খোকসা উপজেলার দেবী নগর গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল কাদের (২৮)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাড়িতে স্ত্রী মিলি খাতুনের (২০) মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করেন আব্দুল কাদের। পরে মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় রেখে পালিয়ে যান তিনি। এ ঘটনায় নিহত মিলি খাতুনের ভাই সাইফুল ইসলাম খোকসা থানায় আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলা করেন।

বিজ্ঞাপন

মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ মে আদালতে চার্জশিট দেয় পুলিশ। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।