কক্সবাজারে ফিশ ফ্রাইয়ের নামে পচা মাছ, জরিমানা
কক্সবাজারে আগত দেশি-বিদেশি পর্যটকদের কাছে ‘ফিশ ফ্রাইয়ে’র নামে পচা মাছ বিক্রির দায়ে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পচা মাছ রাখার দায়ে দশ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুসা নাসের চৌধুরী বার্তা২৪.কম-কে বলেন, কিছুদিন ধরে সুগন্ধা পয়েন্টের এসব দোকানে ফিশ ফ্রাইয়ের নামে পচা মাছ বিক্রি করা হচ্ছিল।
অভিযোগের প্রেক্ষিতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ১০ প্রতিষ্ঠানকে পচা মাছ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।