গোবিন্দগঞ্জে বৃদ্ধাশ্রমের নতুন ঘরে উঠলেন বৃদ্ধরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

বৃদ্ধদের জন্য নতুন ঘর/ ছবি: বার্তা২৪.কম

বৃদ্ধদের জন্য নতুন ঘর/ ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তরুণদের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা মেহেরুননেছা বৃদ্ধাশ্রমের নতুন ঘরে উঠলেন বৃদ্ধরা।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ছোট সোহাগী গ্রামের এই বৃদ্ধাশ্রমে নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি নির্মাণে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান, রংপুর লায়ন্স ক্লাব এর সভাপতি হাসান মাহাবুব আকতার লোটন, বিশিষ্ট ব্যবসায়ী সাইদ ইকবাল ও নাজাম নাকবী টিংকু প্রমুখ।

বৃদ্ধাশ্রমের পরিচালনা কমিটির আপেল মিয়া ও জোহা মিয়া জানান, পরিবারে নিকট অবহেলিত, লাঞ্ছিত ও নিগৃহীত ১৭ জন বৃদ্ধ-বৃদ্ধাদের মেহেরুননেছা বৃদ্ধাশ্রমে মানসম্মত বসবাসের জন্য এই ঘরটি স্থাপন করা হলো। 

বিজ্ঞাপন