রোলার বিকল হয়ে নাটোর চিনিকলে উৎপাদন বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

রোলার বিকল হয়ে নাটোর চিনিকলে উৎপাদন বন্ধ

রোলার বিকল হয়ে নাটোর চিনিকলে উৎপাদন বন্ধ

রোলার স্যাপ বিকল হয়ে দুই দিন ধরে নাটোর চিনিকলে উৎপাদন বন্ধ রয়েছে। উৎপাদন বন্ধ থাকায় দুই দিনে চিনি উৎপাদন কমেছে ১৮০ টন।

চলতি মৌসুমে উৎপাদনের ৭৩তম দিনে প্রথমবারের মতো উৎপাদন বন্ধের ঘটনা ঘটলো নাটোর চিনিকলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বার্তা২৪.কমকে এ তথ্য জানিয়েছেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম জিয়াউল ফারুক।

তিনি জানান, গত মঙ্গলবার দুপুরে হঠাৎ করে আখ মাড়াইয়ের প্রথম ধাপের যন্ত্রাংশ হিসেবে পরিচিত ২ নং মিল হাউজের রোলার বিকল হয়ে যায়। এতে সাথে সাথে বন্ধ হয়ে যায় আখ মাড়াই কার্যক্রম। শুধু পাইপলাইনে থাকা মোলাসেস প্রক্রিয়াজাত করেই বন্ধ হয়ে যায় চিনি উৎপাদন।

বিজ্ঞাপন

বিকল রোলার স্যাপ সংস্থাপনের কাজ শুরু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার মধ্যে রোলার সচলের মাধ্যমে চিনি উৎপাদন কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছে চিনিকল কর্তৃপক্ষ।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম জিয়াউল ফারুক বলেন, যত দ্রুত সম্ভব রোলার স্যাপ সচলের প্রক্রিয়া চলছে। আগামীকাল থেকে চিনিকল পূর্ণমাত্রায় উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।