নরসিংদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী রশিটান খেলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ঐতিহ্যবাহী রশিটান খেলা/ছবি: বার্তা২৪.কম

ঐতিহ্যবাহী রশিটান খেলা/ছবি: বার্তা২৪.কম

নরসিংদীতে শিবপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রশিটান (কাছিটান) খেলা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে শিবপুর পূর্বপাড়া মাঠে খেলাটির উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন মিয়া।

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। এছাড়াও স্থানীয় পৌর কাউন্সিলর সৈয়দ মো. বাদলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিবপুর পূর্বপাড়া মাঠে খেলাটির আয়োজন করা হয়

শৌর্য্যবৃত্তির প্রতীক এই কাছিটান খেলার আয়োজন করে শিবপুর তরুণোদয় সংঘ। খেলা দেখতে ভিড় জমান নানা বয়সের মানুষ।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় শিবপুর উপজেলার যোশর ইউনিয়ন যুব সংঘ বনাম জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা যুব সংঘ অংশগ্রহণ করে। টানটান উত্তেজনার ম্যাচে যোশর ইউনিয়ন যুব সংঘ বিজয়ী হয়।