রাজবাড়ী জেলা বারের নেতৃত্বে মামুন-আনিছুর
রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ ৮টি পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।
অপরদিকে দুটি সহ-সম্পাদক ও একজন সদস্যসহ মোট তিনটি পদে জয় লাভ করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলা বার অ্যাসোসিয়েশন কার্যালয়ে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাতটার দিকে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অশোক কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত শফিকুল আজম মামুন ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী এ কে এম শহিদুজ্জামান পেয়েছেন ৮৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্যানেলের মো. আনিছুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্যানেলের কাজী আব্দুল বারী কুটিন পেয়েছেন ৭৫ ভোট।
অন্যান্য বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে আওয়ামী লীগ প্যানেলের মো. সাইফুল হক। সহ-সম্পাদক পদে আব্দুল হাকিম খান রিপন ও তসলিম আহমেদ। তারা দুইজনই বিএনপি সমর্থিত।
ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্যানেলের আহমেদ আলী মৃধা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্যানেলের মো. হেদায়েত উল্লাহ মিয়া পেয়েছেন ৫৯ ভোট।
বিজয়ী ৫ সদস্যরা হলেন- জাহিদ উদ্দিন মোল্লা, মনোয়ারা খাতুন, মো. নিজাম উদ্দিন শেখ, রাসেল সুলতান ও বকুল ভৌমিক। এদের মধ্যে জাহিদ উদ্দিন মোল্লা ছাড়া বাকি চারজনই আওয়ামী লীগ সমর্থিত।