গাজীপুরে দুই ব্যাটারি কারখানা সিলগালা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

দুই ব্যাটারি কারখানা সিলগালা/ছবি: বার্তা২৪.কম

দুই ব্যাটারি কারখানা সিলগালা/ছবি: বার্তা২৪.কম

গাজীপুরের কাপাসিয়ায় পরিবেশ দূষণের অপরাধে দুইটি অবৈধ ব্যাটারি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করে সেগুলো সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার রায়েদ ইউনিয়নের ভলেশ্বর এবং সিংহশ্রী ইউনিয়নের বড়িবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইসমত আরা।

বিজ্ঞাপন

তিনি জানান, অবৈধ দুটি কারখানায় পুরাতন ব্যাটারি সংগ্রহ করে তা পুণ:প্রক্রিয়া করা হতো। তাদের নিষ্কাশিত বর্জ্য ও এসিডের দ্বারা পরিবেশ দূষিত হয়ে আশপাশের ফসলি জমি, ফলফলাদি ও পশু-পাখির মারাত্মক ক্ষতি করেছে।

এজন্য পরিবেশ সংরক্ষণ আইন (১৯৯৫ এর ৪, খ ধারা) অনুযায়ী কারখানার মালিক জহির উদ্দিন সিকদার এবং আবু জাফরকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন