বরিশাল র্যাবের হাতে লালমনিরহাটের দুই জেএমবি সদস্য গ্রেপ্তার
লালমনিরহাটে পৃথক অভিযানে জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। তবে অভিযানের বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ প্রশাসন অবগত নয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের পণ্ডিতের বাড়ি এলাকার আবুল কালামের ছেলে লাবু হোসেন (২৩) এবং একই জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এলাকার মোবারক হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০)।
বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম বার্তা২৪.কমকে জানান, দীর্ঘ দিন থেকে এই দুই জেএমবি সদস্য দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে উগ্রপন্থী জঙ্গি সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটে র্যাব-৮ এর দল অভিযান পরিচালনা করেন। এ সময় পৃথক দু’টি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বরিশাল র্যাব-৮-এ নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে এসেছে। তাদের দেওয়া তথ্যমতে আরও বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হবে।