মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত: অনুদান দিলেন পরিবেশমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ছবি: বার্তা২৪.কম

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ছবি: বার্তা২৪.কম

মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন নিহতের ঘটনায় ১ লাখ টাকা অনুদান দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডে অবস্থিত ওই পরিবারটির সঙ্গে দেখা করেন পরিবেশমন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। এ রকম ঘটনা রুখতে মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতি দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও আমি ব্যক্তি উদ্যোগে যোগাযোগ করেছি।’

পরিবেশ মন্ত্রী আরও বলেন, ‘এই পরিবারটি শহীদ পরিবার। কিন্তু তারা স্বীকৃতি পায়নি। স্বীকৃতির ব্যাপারে উচ্চপর্যায়ে আলোচনা করা হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই সু স্টোরের উপরে বসবাস করা একটি পরিবারের ৫ সদস্য নিহত হন।