না.গঞ্জে কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার তিন ইয়াবা পাচারকারী/ছবি: সংগৃহীত

গ্রেফতার তিন ইয়াবা পাচারকারী/ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৮ হাজার ৪ ‘শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ৮ হাজার ৬৩৫ টাকা, ১টি ট্রাক, ৫টি মোবাইল সেট ও ৯টি সিমকার্ড জব্দ করা হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া গ্রামে এশিয়ান হাইওয়ে রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের জয়দেবপুর পূর্বপাড়া এলাকার মৃত শাহাজাহান মিয়া ছেলে মোবারক হোসেন (৪০), গাজীপুর সদরের আব্দুল বারেকের ছেলে আব্দুল সেলিম (৩৬) ও জয়দেবপুরের চৌধুরী পাড়া এলাকার নুর ইসলামের ছেলে আহসান উল্লাহ (২৫)।

দুপুরে র‍্যাবের মেজর আব্দুল্লাহ আল মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা মেট্রো-ট-১৮-৬১৬০ নম্বর সংবলিত একটি ট্রাক দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে আভিযানিক দল ট্রাকটির গতিরোধ করতে সক্ষম হয়। এসময় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের চালান জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা ইতোপূর্বে একাধিকবার কক্সবাজার থেকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মাদকদ্রব্যের চালান গাজীপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। জব্দকরা ইয়াবা ট্যাবলেটের মূল্য আনুমানিক ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।