ফেসবুকে এসএসসির প্রশ্ন বিক্রির বিজ্ঞাপন, কলেজছাত্র কারাগারে
আর একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। তাই এবারের পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির আগাম বিজ্ঞাপন ফেসবুকে দিয়ে গাজীপুরে মো. সোহেল হোসেন ওরফে আমান (২০) নামের এক কলেজছাত্র গ্রেফতার হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে নগরীর বাসন থানার ইটাহাটা এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল বগুড়ার ধুনট থানার এলাঙ্গী এলাকার মো. শহীদুল হকের ছেলে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়েন।
বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী বার্তা২৪.কম-কে বলেন, ‘নাহিয়ান সানভি নামের ফেসবুক আইডি থেকে প্রশ্নপত্র বিক্রির জন্য পোস্ট দেওয়া হয়। পোস্টে একটি মোবাইল নম্বর ও একটি বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে বলা হয়- এসএসসি পরীক্ষা-২০২০ এর প্রশ্ন যাদের লাগবে তারা দ্রুত ম্যাসেজ দাও। অল বোর্ড ১০০% প্রশ্নের মূলকপি সরবরাহ করা হবে। দাখিল পরীক্ষা-২০২০ এর ১০০% প্রশ্ন যাদের লাগবে তারা বিকাশে টাকা পাঠিয়ে ইনবক্সে যোগাযোগ করো। পরে মোবাইল নম্বরের সূত্র ধরে ওই আইডির ব্যবহারকারী আমানকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইটহাটা এলাকার মিলন হোসেনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।’
তিনি আরও বলেন, ‘পুলিশের জিজ্ঞাসাবাদে সোহেল সব স্বীকার করে জানিয়েছেন, প্রশ্নপত্র প্রদানের কথা বলে টাকা হাতিয়ে নেওয়াই তার মূল উদ্দেশ্য ছিল।’
সোহেলের বিরুদ্ধে ঘটনার রাতেই বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত ইমতিয়াজ।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের জন্য তারিখ পিছিয়ে ৩ ফেব্রুয়ারি করা হয়েছে।